চন্দনাইশে মেধাবী শিক্ষার্থী সম্মাননা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

| বুধবার , ২৯ জানুয়ারি, ২০২৫ at ৯:১৭ পূর্বাহ্ণ

চন্দনাইশে আলোকিত সমাজ আয়োজিত মেধাবী শিক্ষার্থী সম্মাননা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার হাশিমপুর ইউনিয়নের তমিজ উদদীন খলিফা পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গেণ উক্ত সম্মাননা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তমিজ উদ্দিন খলিফা পাড়া মসজিদের খতিব মৌলানা মো. আবদুল্লাহর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন হাশিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মন্নান এনি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমাজ সেবক ছালেহ আহমদ, আল জাবের ইউনিস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল খায়ের আহমদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. গোলাম সরওয়ার, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা নুরুল আবছার, সৌদি প্রবাসী বেলাল হোসাইন, ৪৩ তম বিসিএসে প্রধান শিক্ষক সুপারিশপ্রাপ্ত মো. হাবিবুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদুল আলম, মো. রহিম উদ্দীন, এনামুল হক, নুরুল আলম, কামাল উদ্দিন, মো. ফোরকান ও মো. সেলিম উদ্দীনসহ এলাকার মুরব্বিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে আলোকিত সমাজের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে গভীর রাতে আগুন, নিঃস্ব ১২ পরিবার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বিধবা নারীকে হত্যা চেষ্টার অভিযোগ