চন্দনাইশে মানবতার ফেরিওয়ালার বৃত্তি পরীক্ষা সম্পন্ন

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ

চন্দনাইশের স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ফেরিওয়ালার উদ্যোগে প্রথম বারের মতো আয়োজিত হলো মেধা বৃত্তি পরীক্ষা। গত শুক্রবার পৌরসভার মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্টিত পরীক্ষায় চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ৯ম শ্রেণীর ৩৬৫ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, কলেজ অধ্যক্ষ আমজাদ হোসেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, আরাফাত হোসেন, মো. আমিনুল্লাহ, মো. শাহনেওয়াজ, মো. আরমান উল্লাহ, মামুনুল ইসলাম, মো. ফয়সাল, মো. শরীফ উদ্দীন, কাজী রিমন, মো. নোমান, মো. মোজাম্মেল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘নিজেই অসুস্থ’
পরবর্তী নিবন্ধলামায় ৩ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা