চন্দনাইশে মাটিভর্তি ২ ডাম্পার জব্দ

মাটি কেটে পাচার

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৯:২৩ পূর্বাহ্ণ

চন্দনাইশে রাতের আঁধারে পাহাড় ও ফসলি জমির মাটি কেটে পাচারের সময় মাটিভর্তি ২টি ডাম্পার আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪১নং লট এলাহাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমির টপসয়েল ও পাহাড় কেটে মাটি পাচার করছে বেশ কয়েকটি সিন্ডিকেট। গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে ফসলি জমির টপসয়েল ও পাহাড় কেটে মাটি পাচারের সংবাদ পেয়ে রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চল ৪১ নং লট এলাহাবাদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাটিভর্তি ২টি ডাম্পার আটক করলেও অভিযান টের পেয়ে চালক ও মাটি কাটায় জড়িতরা পালিয়ে যায়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

পূর্ববর্তী নিবন্ধবরুমচড়া বড়পীর সুন্নিয়া মহিলা দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধমো. আবুল কাশেম সিদ্দিকী