গুণগত টেকসই পোনা উৎপাদনে প্রশিক্ষণের বিকল্প নেই বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী। তিনি গতকাল বুধবার চন্দনাইশ উপজেলা মৎস্য দপ্তরে আয়োজিত রাজস্ব খাতের আওতায় কার্প/তেলাপিয়া মাছের নার্সারি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক আবু তৈয়ব। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন নার্সারি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।