চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশে হঠাৎ করে একটি সিএনজি টেঙি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদামতল পাক্কা দোকান এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, একটি ব্যাটারিচালিত সিএনজি টেঙি রাতে পটিয়া থেকে দোহাজারীর দিকে আসছিল। পথিমধ্যে সিএনজি টেঙিটি চন্দনাইশের বাদামতল পাক্কা দোকান এলাকায় পৌঁছালে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এসময় সিএনজিতে ২ জন যাত্রীও ছিল। পরবর্তীতে চালক যান্ত্রিক ক্রুটি ঠিক করার চেষ্টা করাকালে ব্যাটারির তার একটির সাথে একটি লেগে গেলে হঠাৎ আগুন ধরে যায়। এতে সিএনজি অটোরিকসাটি মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, ব্যাটারি তার থেকে হঠাৎ আগুন ধরে গেলে সিএনজিটি পুড়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুড়ে যাওয়া সিএনজিটি সজিব নামে একজনের। সে নিজেই সিএনজিটি চালিয়ে সংসার চালাতো।