চন্দনাইশে আলহাজ্ব মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত শনিবার সকালে উপজেলার গাছবাড়িয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা সম্পন্ন হয়।
চন্দনাইশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় প্রাইমারিসহ উপজেলার ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৫ম শ্রেণীর ৭৭৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। সকালে পরীক্ষার হল পরিদর্শন করেন বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, আকতার সানজিদা জাফর পপি, সভাপতি মো. শাহজাহান, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কান্তি পোদ্দার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল মতিন প্রমুখ।