চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ৮:৪৬ অপরাহ্ণ

চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৭ ব্যবসায়ীকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থান নিয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসন।
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজ বৃহ্স্পতিবার সকালে উপজেলায় অভিযান চালিয়ে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে পথচারী, যানবাহন চালক ও যাত্রীদের করোনাভাইরাস সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয় এবং জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন জানান, সচেতনতামুলক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর আইনজীবী ফেনীতে মোটরসাইকেল দুঘর্টনায় নিহত
পরবর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক লীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ