চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র হাশিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে হাজী মো. খলিল বদিউজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৎ সংলগ্ন দাখিল মাদরাসায় স্থানান্তরের প্রতিবাদে এবং পূর্বের কেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল রোববার সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আবদুল শুক্কুরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন আমিন মাস্টার, মো. বদিউল আলম, জসিম উদ্দীন, মোহাম্মদ ইউনুচ, শাহাব উদ্দীন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী এ পর্যন্ত ৬ নং ওয়ার্ডের ভোটাররা হাশিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। কিন্তু পরিকল্পিতভাবে ভোট কেন্দ্রটি সরিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে বর্তমান চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাকের বাড়ির পার্শ্ববর্তী হাজী মো. খলিল বদিউজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। যেখানে যাওয়া এলাকার বৃদ্ধ নারী ও পুরুষ ভোটারদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। তাই আমরা এলাকাবাসী পূর্বের স্থানে ভোট কেন্দ্রটি বহাল রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।











