চন্দনাইশে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফাইটার কিংস চ্যাম্পিয়ন

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

চন্দনাইশ পৌরসভা সদরস্থ আলোকিত সমাজ কর্তৃক প্রথমবারের মত আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় বোয়ালখালী ফ্রেন্ডস জোনকে সরাসরি দুইশূন্য সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চন্দনাইশ ফাইটার কিংস। বিজয়ী দলের ফাহিম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। বিজিত দলের প্রনব ধর ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। খেলা শেষে সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেন, মো. আবুল কালাম, জসিম উদ্দীন, আশিকুর রহমান, মোরশেদ আলম, রবিউল হোসেন ছোটন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদিশারী প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধএবিটস ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বোয়ালখালী ফুটবল একাডেমি