রাতের আঁধারে ব্যবসায়ীর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনায় মো. আবির হোসেন (২২) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। দোহাজারী কাঁচা বাজার কমিটির সহায়তায় তাকে আটক করা হয় বলে জানায় থানা পুলিশ।
এ ব্যাপারে থানায় দায়েরকৃত এজাহারে জানা যায়, উপজেলার সাতবাড়িয়া মোহাম্মদখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. গিয়াস (২৭) দোহাজারীতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। সম্প্রতি রাতে ট্রাক থেকে মালামাল নামানোর সময় ৪ জনের একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্র দেখিয়ে তার কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা ও ব্যবহত অ্যান্ড্রয়েড ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি বাজার কমিটিকে জানানো হলে তারা গত বুধবার বিকেলে আবির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন জানান, দোহাজারী পৌরসদর এলাকা থেকে রাতে ব্যবসায়ীর নগদ টাকা লুটে নেয়ার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এক আসামিকে ইতিমধ্যে আটক করে আদালতে চালান দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।