চন্দনাইশে অভাবের তাড়নায় বিষপানের ১৮ ঘণ্টা পর মোহাম্মদ আজম (৪৬) নামে এক যুবক মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত সোমবার বিকেলে নিজ বাড়ি পৌরসভার ৯নং দক্ষিণ গাছবাড়িয়া এলাকায় বিষপান করেন বলে জানা যায়। তিনি ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
জানা যায়, গত ১ বছর আগে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের কলঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় পা ভেঙে পঙ্গু হয়ে যায় মোহাম্মদ আজম। পরবর্তীতে কাজ কর্ম করতে না পারায় অর্থাভাবে পড়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর দিনাতিপাত করছিল। অভাবের তাড়নায় পরিবারের সদস্যদের সাথেও ঝগড়া বিবাদও হতো। এক পর্যায়ে গত সোমবার বিকেলে রোগ–যন্ত্রণা ও অভাবের তাড়নায় পড়ে সবার অগোচরে বিষপান করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল পরে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১৮ ঘণ্টা চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে আজম।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, অভাবের তাড়নায় আজম নামে ওই ব্যক্তি বিষপান করে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা গেছে বলে শুনেছি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ নেই বলে জানান তিনি।