পারিবারিক কলহের জের ধরে চন্দনাইশে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম মো. নুরুদ্দীন (৩২)। গত রোববার বিকেলে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড চিরিংঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিরিংঘাটা এলাকার আবুল বশরের পুত্র নুরুদ্দীন ২০১৮ সালে বিয়ে করে। বিয়ের পর থেকে তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। গত শনিবার তিনি স্ত্রীকে দু’দফা মারধর করেন এমন খবরে রোববার নুরুদ্দীনের শ্বশুরপক্ষের লোকজন এসে তার স্ত্রীকে নিয়ে যায়। পরে নুরুদ্দীন ঘরে গিয়ে বিষপান করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।