চন্দনাইশে বিষধর সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:১২ পূর্বাহ্ণ

চন্দনাইশের বরকল ইউনিয়নে বিষধর সাপের দংশনে স্কুল পড়ুয়া এক কিশোরী মারা গেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম জোহরা আক্তার (১৪)। রবিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার বরকল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নিজ ঘরে পড়ালেখা করার সময় তাকে সাপে কাটে।

পরে তাকে দ্রুত চন্দনাইশ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে চমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মারা যাওয়া কিশোরী বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়ভাবে জানা যায়, ঘটনারদিন রবিবার (৩১ আগস্ট) রাতে স্থানীয় রিকসা চালক মোহাম্মদ মঈনুদ্দীন সিকদারের মেয়ে জোহরা আক্তার নিজ ঘরে বসে পড়ালেখা করছিল। এসময় তাকে হঠাৎ বিষধর একটি সাপে কাটে। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত চন্দনাইশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বরকল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপ ভট্টাচার্য জানান, সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চন্দনাইশ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দীন জানান, সাপে কাটা ওই কিশোরীকে রবিবার রাতে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। শুনেছি চমেকে নেয়ার পথে সে মারা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বগি রেখে চট্টগ্রাম চলে গেল পর্যটক এক্সপ্রেস