চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার নারীসহ ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সিআর সাজায় একজন, সিআর ৫ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ৩ জনসহ ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাছবাড়িয়া দুর্লভপাড়ার মো. শিহাব, দোহাজারী কিল্লাপাড়ার নুরুল আলমের স্ত্রী মুন্নি আকতার, দোহাজারী সাঙ্গু নদীর পাড়স্থ কলোনিপাড়ার আবদুর রাজ্জাকের স্ত্রী মনিসা আকতার, একই এলাকার মো. বাহাদুরের স্ত্রী মুন্নি আকতার, সাহাব মিয়ার ছেলে আবদুর রাজ্জাক, দোহাজারী উল্লাপাড়ার মো. আকবরের স্ত্রী শাহনাজ আক্তার আজাদ, দোহাজারী ডাক বাংলোস্থ বার্মা কলোনি এলাকার সৈয়দ আহমদের ছেলে মো. আলমগীর।
চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান জানান, গত শুক্রবার বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ৯ আসামিকে গতকাল (শনিবার) আদালতে প্রেরণ করা হয়।











