চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম বোরহান উদ্দীন (২৯)। গতকাল বুধবার সকাল ১০টার দিকে চন্দনাইশ পৌরসভার হারলা নয়াহাট এলাকায় ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, গতকাল বুধবার নয়াহাট সংলগ্ন জনৈক মিজান মিস্ত্রির বাড়িতে ডেকোরেশনের শ্রমিক হিসেবে কাজ করছিল বোরহান উদ্দীন। কাজের এক পর্যায়ে বৈদ্যুতিক তারের সাথে লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধআলিয়ঁস ফ্রঁসেজে পাঁচ শিল্পীর চিত্র প্রদর্শনী ১৫ নভেম্বর শুরু
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় আগুনে পুড়ল ৪ বসতঘর