চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১৯ মে, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

চন্দনাইশে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক মারা গেছে। তার নাম মো. আবছার (২৪)। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বরকল মৌলভী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও চন্দনাইশ হাসপাতাল সূত্রে জানা যায়, বরকল মৌলভী বাজার এলাকার আবদুল খালেকের পুত্র মো. আবছার মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এসময় তিনি হঠাৎ বিদ্যুস্পৃষ্ট হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা মেইন সুইচ বন্ধ করলে তিনি মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে দ্রুত চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধ৭ জনকে আসামি করে মামলা