চন্দনাইশে বিদুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

চন্দনাইশে পানির সেচ পাম্পে বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে নুর মোহাম্মদ (২২) নামে এক রোহিঙ্গা যুবক মারা গেছে। গত রোববার রাতে উপজেলার হাশিমপুর ইউনিয়নের সোনাইছড়িকুল এলাকায় এ ঘটনা ঘটে। সে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের লাল মোহাম্মদের ছেলে।

স্থানীয়ভাবে জানা যায়, কিছুদিন আগে নুর মোহাম্মদ হাশিমপুর সোনাইছড়িকুল এলাকায় কাজ করতে আসে। গত রোববার সন্ধ্যার দিকে সোনাইছড়িকুল এলাকায় পানির সেচ মেশিনে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে তিনি বিদুৎস্পৃষ্ট হয়। খবর পেয়ে রাত সাড়ে ৮টার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহত নুর মোহাম্মদের ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে এবং তার স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা যুবকের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তার লাশ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছে পরিবারের সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে তিন দিন স্বাধীন করে রেখেছিলেন মাস্টার দা সূর্য সেন