চন্দনাইশে বিট পুলিশিং সমাবেশ

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেছেন, গরু চুরি, ইভটিজিং, কিশোর অপরাধসহ সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা জরুরী। এসব অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি এলাকার সচেতন ব্যক্তিদের সহযোগিতা ও এগিয়ে আসা আরো বেশি জরুরী। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত বুধবার চন্দনাইশের বরকলে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বরকল ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভার মেয়র মো. মাহবুবুল আলম খোকা, উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জাফর আলী হিরু, সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন অরূপ রতন চক্রবর্তী, বলরাম চক্রবর্তী, মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।

, এফ.এম. দিদারুল আলম, মো. তৌহিদুল আলম, কমিউনিটি পুলিশিং সভাপতি আলমগীরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান মো. আবদুল আলীম, এসএম সায়েম, আবদুল শুক্কুর, খোরশেদ বিন ইসহাক, খোরশেদ আলম টিটু।

পূর্ববর্তী নিবন্ধখানখানাবাদে সিপিপির দুর্যোগ মহড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধউখিয়ায় এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক