বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি রোডমার্চে যাওয়াকে কেন্দ্র করে চন্দনাইশে গত ৫ অক্টোবর বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় মো. নয়ন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেছে। গত রবিবার রাতে মামলাটি দায়ের করা হয়। মামলায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরীসহ ২৬ জনের নাম উল্লেখ ও ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর দুপুর আড়াইটার সময় পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়। তারা নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনে বিভিন্ন ধরনের উস্কানিমূলক শ্লোগান দিয়ে চন্দনাইশ পৌরসভার ৯ নং ওয়ার্ড গাছবাড়িয়া কলেজ গেইট, গাছবাড়িয়া ফিলিং স্টেশন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিভিন্ন যানবাহনের ওপর অতর্কিত হামলা করে গাড়ি ও দোকানপাট ভাংচুর করে। এসময় পথচারী ও ছাত্র/ছাত্রীদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলায় ১৫/২০টি গাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।
এ ব্যাপারে মামলার ১নং আসামি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে বান্দরবান থেকে আসা রোডমার্চে যাওয়া নেতা–কর্মীদের গাড়িতে হামলা চালিয়ে মারধর করে আহত করা হয়েছে এবং তাদের গাড়ি ভাংচুর করা হয়েছে। সেখানে চন্দনাইশের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মী উপস্থিত ছিল না। অথচ আমিসহ অন্যান্যদের আসামি করে মামলাটি করা হয়েছে। মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম।