চন্দনাইশে বাস-বাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চন্দনাইশে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত ১৬ ডিসেম্বর চট্টগ্রামকক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশে দক্ষিণ গাছবাড়িয়া বুলার তালুক এলাকায় ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে পুলিশ জানায়, হাবিবুর রহমান ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বান্দরবানে তাঁর মাদ্রাসা পড়ুয়া ছেলেকে দেখতে যাচ্ছিলেন। এসময় বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলসহ তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে তাঁকে দোহাজারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দীন চৌধুরী জানান, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকল পরীক্ষা নিরীক্ষা শেষে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাস ও দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সকল আইনি প্রক্রিযা শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ভেসে উঠল ৪৬ কেজি ওজনের মৃত ডলফিন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি