চন্দনাইশে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. মফিজুর রহমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং আবু জাফর মানিক (২০) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বরমা ইউনিয়নের সাতঘাটিয়া পুকুরপাড় কালিবাড়ি ব্রিজের দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদ জানান, গতকাল মঙ্গলবার সকালে তার চাচাতো ভাই মৃত মীর আহমদের পুত্র মফিজুর রহমান তাদের বাড়িতে বেড়াতে আসা পটিয়া উপজেলার ডাকবাংলো এলাকার মো. নাসির উদ্দিনের পুত্র আবু জাফর মানিককে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে যাচ্ছিলো। পথিমধ্যে তারা বৈলতলী-বরমা সড়কের সাতঘাটিয়া পুকুরপাড় কালিবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীতমুখী অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুছড়ে গিয়ে ২ জনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মফিজুর রহমান মারা যায়। সে স্থানীয় একটি ব্যাটারীর দোকানে চাকুরি করতো। অপর আরোহী আবু জাফর মানিক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনার ব্যাপারে থানায় কোন ধরনের অভিযোগ হয়নি।