চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ রওশনহাট এলাকায় বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। তার নাম মো. নোমান (২৫)। আজ শনিবার রাত ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমকর্মী আনোয়ার আবির জানান, নোমান ও হেলাল উদ্দীন নামের ওই যুবক বিজিসি ট্রাস্ট এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে হাশিমপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রওশনহাট এলাকায় পৌছলে সামনে থাকা বালু ভর্তি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে নোমান ঘটনাস্থলে নিহত হয়।
এ সময় তার মাথার মগজ বের হয়ে যায়। অপর আরোহী হেলাল উদ্দীনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।