চন্দনাইশে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাসমিন আকতার (১৮) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকাল ১০টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ড জামাল মেম্বার বাড়ির মো. ইউসুফের ছেলে মোহাম্মদ আরিফের (২০) সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ৬ মাস আগে বিয়ে হয় পৌরসভার ১ নং ওয়ার্ড চৌধুরী বাড়ির সিরাজুল ইসলামের মেয়ে তাসমিনার সাথে। বিয়ের পর থেকেই তাসমিন বাপের বাড়িতে ছিলেন। নানা কারণে আরিফ স্ত্রীকে ঘরে তুলে নিতে পারেননি। আরিফ দোহাজারী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ব্যবসা করেন। সেখান থেকে শ্বশুর বাড়িতে যাওয়া–আসা করতেন।
জানা যায়, সোমবার সকাল থেকে আরিফ তার স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করেননি তাসমিন। পরবর্তীতে শ্বাশুড়িকে ফোন রিসিভ না করার বিষয়টি অবহিত করলে তিনিও ফোনে তাসমিনকে না পেয়ে পার্শ্ববর্তী এক নারীকে ফোন করে তাসমিনকে ফোনটি দিতে বলেন। ওই নারী তাসমিনকে ফোন দিতে গিয়ে ডাকাডাকির এক পর্যায়ে ঘরের ভিতর বিমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখেন। পরবর্তীতে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার সময় তাসমিন ঘরে একাই ছিলেন।
চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াছ খান জানান, ময়নাতদন্ত রির্পোট পেলে ঘটনার কারণ জানা যাবে।












