চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে উন্নত জাতের ধান বীজ বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বন্যায় চন্দনাইশে ক্ষতিগ্রস্ত ২ হাজার কৃষকের মাঝে জরুরি ভিত্তিতে ৫ কেজি করে ১০ টন উন্নত জাতের ধান বীজ বিতরণ করা হয়। খরিপ/২০২৩২০২৪ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এসব বীজ বিতরণ করা হচ্ছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে উপজেলা চত্বরে বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, দোহাজারী পৌরসভা মেয়ের মো. লোকমান হাকিম, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, হাশিমপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. খোরশেদ বিন ইসহাক, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী পৌরসভার কাউন্সিলর মো. শাহ আলম, মোহাম্মদ ইদ্রিস, মো. নাজিম উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প
পরবর্তী নিবন্ধএসএমএল ইসুজু ইন্ডিয়ার সাথে অংশীদারিত্বের জন্য স্বীকৃত