চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

চন্দনাইশ প্রতিনিধি  | বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

চন্দনাইশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা সদরস্থ কাশেমমাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথমে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলায় পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে টাইব্রেকারে ৪৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলায় উত্তর মুরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৪০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, হাশিমপুর ইউপি চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাক, মাষ্টার আহসান ফারুক, হেলাল উদ্দীন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, কানাই লাল সরকার, সুব্রত বড়ুয়া, সাইফুল ইসলাম, কৃষ্ণ চক্রবর্ত্তী, নাছির উদ্দীন চৌধুরী, ওয়াহিদ, কাফি চৌধুরী, নিশান, কাজি রুমি, মো. সাকিব প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় হোসাইনুল কবির ও মিনু আকতার। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

পূর্ববর্তী নিবন্ধলুবাবা অপরাজিত চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধবাইরের ফুটবলারদের দাপট থাকছে এবারের ফুটবল লিগেও