চন্দনাইশে বইমেলা উদ্বোধন

| শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়তে বই পড়ার বিকল্প নেই। শুদ্ধ বানান চর্চা (শুবাচ) স্বাধীনতার মাসে বইমেলার পাশাপাশি চিত্রাঙ্কন, সুন্দর হস্তাক্ষর, শুদ্ধ বানান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে শিশু কিশোরদের মাতৃভাষা বাংলায় দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করেছে। তিনি ইংরেজি ও তথ্যপ্রযুক্তি বিষয়েও প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি বলেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুদ্ধ বানান চর্চা (শুবাচ) চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী স্বাধীনতা শুবাচ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুবাচ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি শাহজাহান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মো. সায়েক, পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশের ডিজিএম আবু সুফিয়ান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. নুরুল হক, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির একাডেমিক কাউন্সিলের ৪৬তম সভা
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্য বৃদ্ধির কর্পোরেট সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে