চন্দনাইশে দেড় শতাধিক বিভিন্ন জটিল রোগীকে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেন বিএনপির কার্যনির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম। এসময় তিনি দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। গত শুক্রবার দিনব্যাপী পৌরসভার দক্ষিণ জোয়ারা ওমরিয়া রজবীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে চন্দনাইশ উপজেলা ও দোহাজারী পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চিকিৎসা সেবা শেষে উক্ত মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র পুনর্গঠনের জন্য ৩১ দফা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সালাউদ্দিন চৌধুরী, অ্যাড. রফিক আহমদ, অ্যাড. আমিনুল হক চৌধুরী, মোরশেদুল আলম চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, ওবাইদুর রহমান বাহাদুর, মাহবুবুর রহমান, অ্যাড. অঞ্জন প্রসাদ, ওরশেদুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, ইউনুস রানা, আব্দুস ছবুর, প্রফেসর আবুল আব্বাস, আব্দুল কাদের সিকদার, মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মো. মাহাবুল আলম, মোহাম্মদ নুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, আবদুস সালাম, লেয়াকত আলী, রহমত আলী, আমিন প্রমুখ।