চন্দনাইশে প্লাস্টিকজাত বস্তা ব্যবহার করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২১ ডিসেম্বর, ২০২০ at ১০:১৭ অপরাহ্ণ

পাটজাত বস্তার পরিবর্ততে প্লাস্টিকজাত বস্তা ব্যবহারের অপরাধে চন্দনাইশে ৫টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।
জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমার নেতৃত্বে আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিকজাত বস্তা ব্যবহার করার অপরাধে মো. জসিম উদ্দীনকে ১০ হাজার, মো. সোলাইমানকে ১০ হাজার, মো. আলমগীরকে ২ হাজার, মো. জাহাঙ্গীর আলমকে ২ হাজার এবং বাগিচাহাট এলাকার মো. লোকমানকে ১০ হাজার টাকাসহ মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা জানান, পাটজাত বস্তা ব্যবহারের পরিবর্তে প্লাস্টিকজাত বস্তা ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি প্রতিষ্ঠানে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় গুঁড়িয়ে দেয়া হয়েছে ৪ অবৈধ ইটভাটা
পরবর্তী নিবন্ধকরোনায় সাতকানিয়ার মানবিক চিকিৎসক হাসানের মৃত্যু