চন্দনাইশে প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের চমক

নতুন ৬, পুরনো ২ জন

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চন্দনাইশের ৮ ইউনিয়ন পরিষদে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ম ধাপের এ নির্বাচনকে সামনে রেখে ৮ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত রবিবার রাতে গণভবন থেকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এবার চন্দনাইশে দলীয় প্রার্থী বাছাইয়ে এসেছে ব্যাপক চমক। বর্তমান চেয়ারম্যানদের মধ্যে মাত্র ২ জন দলীয় মনোনয়ন পেয়েছেন। ৬ জন নবীন প্রার্থীর উপর আস্তা রেখেছেন দলীয় হাই কমান্ড। এদের মধ্যে ২নং জোয়ারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন ও ৫নং বরমা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন। বাকী ৬ ইউনিয়নেই এসেছে নতুন মুখ। এরা হলেন ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নে এড. মো. আবু ছালেহ, ৪নং বরকল ইউনিয়নে মুক্তিযোদ্ধা মো. ফেরদৌসুল ইসলাম খান, ৬নং বৈলতলী ইউনিয়নে এস.এম. সায়েম, ৭নং সাতবাড়িয়া ইউনিয়নে ফোরক আহমদ, ৮নং হাশিমপুর ইউনিয়নে এড. মো. খোরশেদ বিন ইসহাক এবং ১০নং ধোপাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. আবদুল আলিম। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরে প্রত্যেক ইউনিয়নে প্রার্থীদের সমর্থকরা আনন্দ উল্লাস শুরু করেছেন।
এদিকে দোহাজারী পৌরসভায় সাতবাড়িয়ার ২টি ইউনিয়ন যুক্ত করায় সীমানা জটিলতায় সাতবাড়িয়া ইউনিয়নে নির্বাচন হওয়া নিয়ে সন্দেহ রয়েছে। তারপরও তপসীলে সাতবাড়িয়ার নাম আসায় উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে দলীয় মনোনয়ন না পাওয়া অনেকেই বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
জানা যায়, ঘোষিত তফসীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর, আপিল দায়ের ১৩ ও ১৫ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর এবং ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি উৎসব মুখর পরিবেশে অসংখ্য পুরুষ ও মহিলা সদস্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

পূর্ববর্তী নিবন্ধ১২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩৮ জনের মনোনয়ন প্রত্যাহার
পরবর্তী নিবন্ধদুই গাড়ির গতি কম থাকায় প্রাণে বাঁচল ৪০ যাত্রী