চন্দনাইশের রওশনহাট এলাকায় এক প্রবাসীকে অপহরণ করে তুলে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। আটককৃতরা হলো ইব্রাহিম খোকা (২১) ও নুর হোসেন (৩২)। গতকাল শনিবার দুপুরে উপজেলার রওশনহাট এলাকায় ইব্রাহিম খোকা এবং গত ২৭ মার্চ ঘটনার দিন নুর হোসেন (২৩) গ্রেপ্তার হয়।
জানা যায়, চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকার মৃত মো. বাদশা মিয়ার ছেলে প্রবাসী ফজলুল ইসলাম গত ১৫ মার্চ দেশে আসেন। ২৭ মার্চ সকালে তিনি মোটর সাইকেলযোগে চন্দনাইশ যাওয়ার পথে রওশন হাট ব্রিজ এলাকায় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। অটোরিকশা চালকের সঙ্গে তার কথা কাটাকাটির এক পর্যায়ে পিছনের সিটে থাকা ৩ যাত্রী তাকে মারধর করে তার হাতে থাকা ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের আইফোন, নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা ফজলুলকে জোরপূর্বক তাদের অটোরিকশায় তুলে পার্শ্ববর্তী বিলে বটতল পুকুরপাড় নামক স্থানে নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে পটিয়া ও চন্দনাইশ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় ফজলুলকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা অটোরিকশা চালক নুর হোসেনকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে প্রবাসী ফজলুল ইসলাম বাদী হয়ে নুর হোসেন, আবদুর রহমান প্রকাশ আবু শামা, ইব্রাহিম খোকন ও মো. মানিকের নাম উল্লেখ করে অপহরণ পূর্বক চাঁদা দাবির অভিযোগ এনে গত ২৭ মার্চ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ নুর হোসেনকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করে। নুর হোসেন কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ এলাকার মৃত শহর মুল্লুকের ছেলে। অন্যদিকে গতকাল গ্রেপ্তার ইব্রাহিম খোকা কাঞ্চনাবাদ ইউনিয়নের বাতুয়ার পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, আটককৃত নুর হোসেনকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। ইব্রাহিম খোকাকে রোববার (আজ) আদালতে প্রেরণ করা হবে।