চন্দনাইশে পূজামন্ডপে ভোগ্যপণ্য বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, এই দেশে হাজার বছর ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি লালন করি এবং ধারণ করি। তারই ধারাবাহিকতায় আগামী শারদীয় দূর্গোৎসবও আমরা সকলে মিলে শান্তিপূর্ণভাবে পালন করবো। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সম্প্রীতি বিনষ্ট হয় এমন কাজ থেকে আমরা বিরত থাকবো। গতকাল শনিবার বিকেলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে চন্দনাইশের বিভিন্ন মন্ডপে ভোগ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এদিন তিনি উপজেলার ১২৩টি পূজামন্ডপের প্রতিটিতে ৫শ কেজি করে চাউল বিতরণ করেন। উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বলরাম চক্রবর্ত্তী ভানুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ চক্রবর্ত্তীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটু। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার, পৌরসভা আ. লীগের সভাপতি আবদুল শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান মুরাদ, নবাব আলী, এড. দেলোয়ার হোসেন, বিষ্ণু যশা চক্রবর্ত্তী, বিকাশ চন্দ্র দে, জাগির হোসেন, মো. লোকমান হাকিম, মো. সোলাইমান, গোপাল কান্তি ঘোষ, রূপক কান্তি ঘোষ, সৈকত দাশ ইমন, জাহেদুল ইসলাম নয়ন, সাজ্জাদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপোশাক খাতে ‘ঝুঁকি-সুশাসন’ সূচকে উন্নতির তাগিদ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ওপরও চাপ বাড়ছে