চন্দনাইশে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দরিদ্র এক শ্রমিকের কাঁচা বসতঘর।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সাতবাড়িয়া যতরকুল এলাকায় এ ঘটনা ঘটে।
এই অগ্নিকাণ্ডে ঐ বসতঘরে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা, কাপড়-চোপড়, আসবাবপত্র ও ইলেক্ট্রনিক সামগ্রী পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
স্থানীয়ভাবে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে এলাকার দরিদ্র শ্রমিক মো. ইদ্রিচের ঘরের রান্নাঘর থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই ৪ কক্ষ বিশিষ্ট কাঁচা বসতঘরটি পুড়ে যায়।
খবর পেয়ে চন্দনাইশ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে বসতঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, কাপড়-চোপড়, ইলেক্ট্রনিক মালামাল পুড়ে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।
প্রতিবেশী সাবেক ছাত্রনেতা আ স ম মাহাবুবুল আলম রিপু জানান, মো. ইদ্রিস তার ছেলে ফরহাদকে বিদেশ পাঠানোর উদ্দেশ্যে ভিসার টাকা জমা দেয়ার জন্য গত ২৯ সেপ্টেম্বর ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ঘরে রেখেছিলেন। অন্যান্য মালামালের সাথে ঘরে রক্ষিত তার ৫০ হাজার টাকাও পুড়ে যায়। এ অবস্থায় ছেলেকে বিদেশ পাঠানোর স্বপ্ন আর পূরণ হলো না তার। বর্তমানে তারা খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।