চন্দনাইশে পুকুরে পড়ে ৪ বছরের কন্যা শিশুর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ১১:০৮ অপরাহ্ণ

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মিমহা আকতার।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, দক্ষিণ গাছবাড়িয়া এলাকার ছৈয়দ মোহাম্মদপাড়ার মো. মহসিন মিন্টুর কন্যা মিমহা আজ বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে বের হয় কিন্তু এরপর তার আর কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সবাই তাকে খোঁজাখুঁজি শুরু করে।
এরই মধ্যে সে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়।
একসময় তার নিথর দেহ পুকুরে ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে বলে জানান বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হোসেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের শীর্ষ সন্ত্রাসী বিধান কারাগারে
পরবর্তী নিবন্ধসেই ফুফাতো বোন স্মৃতি গ্রেপ্তার