চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৫ অক্টোবর, ২০২০ at ১১:১৫ পূর্বাহ্ণ

চন্দনাইশে পুকুরে ডুবে সাড়ে ৬ বছরের এক শিশু মারা গেছে। তার নাম রিসফাত। গত শনিবার উপজেলার বরমা ইউনিয়নের পূর্ব কেশুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে বিগত ১ মাসের ব্যবধানে চন্দনাইশে ৩ শিশু পানিতে ডুবে মারা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় মো. ইউসুফের পুত্র রিসফাত গত শনিবার দুপুরের ভাত খাওয়ার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বিকেলে চন্দনাইশ থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন পিতা মো. ইউসুফ। এক পর্যায়ে শনিবার রাত আড়াইটার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তার লাশ পাওয়া যায়। গতকাল রোববার সকাল ১০টায় স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। পুকুরে নামতে গিয়ে পা পিছলে পানিতে তলিয়ে যায় বলে ধারণা করছেন তার পরিবারের সদস্যরা। এদিকে গত ১৪ সেপ্টেম্বর উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় ৩ বছর বয়সী মো. রিফাত নামে ১ শিশু ও ২৪ সেপ্টেম্বর চন্দনাইশ পৌরসভার চৌধুরীপাড়ার মো. আশরাফ নামে আড়াই বছরের অপর ১ শিশু পুকুরে ডুবে মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ওয়েবিনার
পরবর্তী নিবন্ধবরকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত