চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ৭:৪৯ অপরাহ্ণ

চন্দনাইশে পুকুরে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. রিশাদ।
আজ মঙ্গলবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গাছবাড়িয়া এলাকার মো. রাশেদের পুত্র রিশাদ সকালে বাড়ির উঠানে খেলা করার সময় পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সকাল সাড়ে ১০টার দিকে শিশু রিশাদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে সাংবাদিকদের জানান হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. রুশনী।

পূর্ববর্তী নিবন্ধচবির একাডেমিক পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধচন্দনাইশে কাভার্ডভ্যান থেকে ৫০ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ৩