চন্দনাইশের বরমা ইউনিয়নে ৩ বছরের শিশু পুকুরে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, ওই এলাকার আবুল মনছুরের ছেলে আরিয়ান ঘটনার দিন সোমবার বাড়ির উঠানে খেলছিল। এসময় সে সবার অজান্তে উঠানের পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরবর্তীতে পুকুরে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।