চন্দনাইশে পিকআপ থেকে ১শ লিটার মদ উদ্ধার, গ্রেপ্তার ১

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ৬:১৩ অপরাহ্ণ

চন্দনাইশ থানার পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে দেশীয় তৈরি ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে এক মাদক কারবারিকে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার বরমা ইউনিয়নের পূর্ব কেশুয়া এলাকায় পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ জানায়, মদ পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে পুলিশদল চন্দনাইশ-বরকল সড়কের পূর্ব কেশুয়াস্থ রমজান আলী চৌধুরী সড়কের মাথা এলাকায় অভিযান চালায়।
এসময় একটি পিকআপে (নং-চট্টমেট্রো-ন-১১-৮৪৯২) তল্লাশি চালিয়ে পাচারের জন্য নিয়ে যাওয়া দেশীয় তৈরি ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করে।
অভিযানে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের খুনির বিল মাতব্বর বাড়ির মো. জামাল মিয়ার পুত্র মাদক কারবারি মো. খোরশেদ আলম(২৪)কে গ্রেপ্তার করা হয়। একই সাথে মদ পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করে পুলিশ। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, মদ পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১০০ লিটার মদ উদ্ধার ও মাদক কারবারি খোরশেদকে গ্রেপ্তার করা হয়। খোরশেদ একজন পেশাদার মাদক কারবারি। তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় দেশে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৯৯
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে নষ্ট বোটে মালামাল পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ ৪