চন্দনাইশে পিকআপের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ পথচারী

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

চন্দনাইশে পিকআপের ধাক্কায় প্রাণ হারালেন ১ বৃদ্ধ পথচারী। তার নাম অনিল আচার্য্য (৮০)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার কাঞ্চনাবাদস্থ রওশনহাট বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার মুজাফরাবাদ এলাকার অনিল আচার্য্য ব্যক্তিগত কাজে বিকেলে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ এলাকায় আসেন। তিনি কাজ শেষে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুর রব জানান, চট্টগ্রামমুখী একটি পিকআপের ধাক্কায় অনিল আচার্য্য নামে ওই বৃদ্ধ ঘটনাস্থলে মারা যান। ঘটনার পরপর পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পটিয়ায় স্থানীয়রা তাকে আটক করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমুরাদপুরে শিশু নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধতটিনি বড়ুয়া