চন্দনাইশে পাহাড় ধস প্রতিকার বিষয়ক কর্মশালা

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

চন্দনাইশে বন্যা, ভূমিধস, বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে করণীয়, বজ্রপাতে সচেতনতা ও প্রস্তুতি শীর্ষক এক কর্মশালা গতকাল শনিবার স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে, বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. . কর্মকর্তা ডা. ফজলুল করিম। আলোচনায় অংশ নেন সহকারি শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, ডা. মুন্নী পারভীন। উপস্থিত ছিলেন কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, মোরশেদুল আলম, হোসনে আরা, শিরিন আকতার, মো. শহিদুল হক, মো. মেহেদী হাসান প্রমুখ। সভায় বক্তারা বলেন,অতিবৃষ্টি, বজ্রপাত, ভূমিকম্পের কারণ হচ্ছে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস, পাহাড় ঘেষেঁ ইটভাটা, অবৈধ বসতি, অপরিকল্পিত অবকাঠামো গড়ে উঠা, নির্বাচারে বৃক্ষ নিধনের কারণে পরিবেশ বিপর্যয় ঘটছে। এর থেকে পরিত্রাণের জন্য পাহাড়ে বসবাসকারী ছিন্নমূল মানুষের জন্য সমতলে আবাসন নির্মাণ, পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি নির্মাণ বন্ধ করা, পাহাড়ে পরিবেশ বান্ধব ও পাহাড় রক্ষাকারী গাছবাঁশ রোপন, পাহাড় থেকে মাটি কাঁটা, ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধের উপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধলেখক আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান ও নাটক প্রদর্শন
পরবর্তী নিবন্ধপটিয়া পৌর মেয়রের সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতবিনিময়