চন্দনাইশে পাহাড় ধস ও ঢলের শঙ্কা প্রশাসনের মাইকিং

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

পাহাড় ধস ও পাহাড়ি ঢলে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে লোকজনকে সচেতন করতে এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে চন্দনাইশের পাহাড়ি অঞ্চলে প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়। গতকাল সোমবার দোহাজারী পৌরসভার পাহাড়ি অঞ্চলে মাইকিং করতে দেখা যায়। এছাড়াও উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নেও মাইকিং করা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতিবৃষ্টি অব্যাহত থাকায় অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে উপজেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ও শঙ্খনদের তীরবর্তী এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়স্থলে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বলা হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার জানান, চন্দনাইশের বিভিন্ন পাহাড়ে লোকজনের বসবাস থাকলেও তেমন ঝুঁকিপূর্ণ কোন বসবাস নেই। তারপরও বৃষ্টিপাত অব্যাহত থাকায় যে কোন সময় পাহাড় ধসের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এছাড়া পাহাড়ি ঢল নেমে আসলে শঙ্খতীরবর্তী মানুষের দুর্ভোগও বাড়বে। তাই অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে পাহাড়ের পাদদেশে ও শঙ্খনদের তীরে বসবাসকারী লোকজনকে সচেতন করা এবং নিরাপদ স্থানে আশ্রয় নিতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। তিনি আরো জানান, প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নের চেয়ারম্যানকে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করাসহ অতিঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরিয়ে নিতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমমতার জন্য পাঠানো হলো ১০০০ কেজি আম
পরবর্তী নিবন্ধপোশাক শিল্পের আমদানি রপ্তানি কার্যক্রমে জটিলতা নিরসন দাবি