চন্দনাইশে পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ৪

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২০ জুন, ২০২১ at ৭:৪৩ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
আজ রবিবার (২০ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দল পৃথক এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ দল রবিবার ভোরে উপজেলার বৈলতলী ইউনিয়নের উত্তর জাফরাবাদ ও বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়া এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো উত্তর জাফরাবাদ ফকিরপাড়ার মৃত মনিরুজ্জামানের পুত্র আশরাফ মিয়া প্রকাশ আশরাফ ডাকাত (৪৫) ও পশ্চিম কেশুয়ার মৃত আবদুর রশিদের পুত্র মো. আনিসুল ইসলাম (৪৮)।
একইদিন দোহাজারী পৌরসভার জামিজুরী গ্রামে অভিযানে নিয়মিত মামলার ২ আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মৃত আবদুছ সালামের পুত্র মো. করিম (২১) ও নুরুল আলমের পুত্র মো. শফিউল আলম (১৯)।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আরও ৮২ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধপেকুয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ (ভিডিও দেখুন)