চন্দনাইশে পরোয়ানাভুক্ত পাঁচ আসামি গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি জিআর ও ৪টি সিআর মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। গত ১৯ সেপ্টেম্বর রাতে পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে চন্দনাইশ থানার পুলিশ উপজেলার পূর্ব কানাইমাদারী এলাকায় অভিযান চালিয়ে মৃত কবির আহমদের পুত্র জিআর মামলার পরোনায়াভুক্ত আসামি মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করে। একইদিন রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে একই এলাকার মো. নুরুল আলমের পুত্র সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. আবু হানিফ, দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকার রঞ্জিত ধরের পুত্র হারাধন ধর প্রকাশ বিপ্লব ধর ভোলা, মৃত রেবতী মোহন দাশের পুত্র কাঞ্চন দাশ ও কাঞ্চনাবাদের আবুল খায়েরের পুত্র মুহাম্মদ জাহেদুল রহমানকে গ্রেপ্তার করে।
চন্দনাইশ থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, গ্রেপ্তারকৃত ৫ আসামিকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআলো ও হেল্প পরিবারের শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধথানচিতে বঙ্গবন্ধু পাঠাগারে দুই আ.লীগ নেতার বাসা!