চন্দনাইশে নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় ১০ বিদ্রোহীকে সাময়িক বহিষ্কার

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৯ অপরাহ্ণ

আসন্ন ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় চন্দনাইশের ৭ ইউনিয়নের ১০ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দলীয় শৃংখলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সাময়িক বহিষ্কৃত নেতাকর্মীদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য দলীয় হাই কমান্ডে সুপারিশ পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

বহিষ্কার হওয়া বিদ্রোহী প্রার্থীরা হলেন চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আবদুল শুক্কুর, হাশিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, আমির মোঃ সাইফুদ্দীন ও মোজাম্মেল হক, বরমা ইউনিয়নে জাবেদ গাউছ মিল্টন ও খোরশেদুল আলম টিটু, বরকল ইউনিয়নে আবদুর রহিম ও রাশেদুল আলম, বৈলতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এড. আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল এবং ধোপাছড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মোরশেদুল আলম।

উল্লেখ্য, আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত মতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে বহিস্কৃত এসব বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যে সকল নেতা-কর্মীরা প্রচার-প্রচারণায় অংশ নিবেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা