চন্দনাইশে নেশার টাকা না পেয়ে খালার বাড়িতে আগুন দিল ভাগিনা

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১১:৩৫ অপরাহ্ণ

নেশার টাকা না পেয়ে খালার বসতঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিলো আপন বোনের নেশাগ্রস্ত ছেলে। আজ বুধবার রাত ৮টায় উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড পরান জুরানী এলাকায় এ ঘটনা ঘটে। এ রির্পোট লেখা পর্যন্ত আগুন জ্বলছিলো বলে জানায় স্থানীয়রা।

জানা যায়, সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ফরিদুল আলমের ছেলে মো. দিদারুল আলম ধোপাছড়ির পরান জুরানী এলাকায় তার খালার বাড়িতে যায়। আজ সন্ধ্যায় সে খালার কাছ থেকে নেশা করার জন্য টাকা চাই। এসময় খালা টাকা দিতে পারবেনা বলে জানিয়ে দিলে সে ক্ষুদ্ধ হয় এবং এক পর্যায়ে খালার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।

ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম জানান, দিদার একজন পেশাগত চোর এবং মাদকাসক্ত যুবক। তার বাড়ি সাতকানিয়ার খাগরিয়া গ্রামে। সে চুরি করে নেশার খরচ জোগাড় করে। সে খাগরিয়াতে চুরি ও অপরাধ করে ধোপাছড়ি চলে আসে।

আবার একই কাজ ধোপাছড়িতে সংঘঠিত করে খাগরিয়াতে ফিরে যায়। আজও সে তার কালার কাছে নেশার টাকা না পেয়ে খালার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলার চেয়ারম্যানকে গ্রেফতারের নির্দেশ
পরবর্তী নিবন্ধরাউজানে বিপুল পরিমাণ কাঠসহ আটক ২