চন্দনাইশে নরসুন্দরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পলাশ দে (২৫)।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গাছবাড়িয়া মরা ছড়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর হিন্দুপাড়া এলাকার কানু দে’র পুত্র পলাশ দে গাছবাড়িয়া এলাকায় একটি সেলুনে নরসুন্দর হিসেবে কর্মরত ছিলেন।
গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সর্বশেষ আজ সোমবার বিকেলে গাছবাড়িয়া মরা ছড়া খালে অর্ধগলিত একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন থানায় গিয়ে পলাশের লাশ সনাক্ত করে।
দোহাজারী চাগাচর হিন্দুপাড়া সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন জানান, পলাশ পূজা পার্বণ ছাড়া বাড়িতে আসত না।
সর্বশেষ গত ৩ দিন আগে সে বাড়িতে এসেছিল। তখন সে কক্সবাজারের টেকনাফে দোকান নেয়ার কথা বলে তার চাচা আশীষের কাছ থেকে ১ লাখ টাকাও নিয়ে যায়। সে ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিল।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, “ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ খালে ফেলে দেয়া হয়েছে। লাশটি গত কয়েকদিন আগের। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।