চন্দনাইশে ধর্ষণ মামলার ২ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন বাপ্পু ধর (৪৫) ও পলাশ ধর (৪০)। গত সোমবার (৩০ জুন) আসামিরা আদালতে জামিন চেয়ে আবেদন করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মানস দাশ। এর আগে গত ৮ এপ্রিল বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং– ১, চট্টগ্রাম আদালতে ভুক্তভোগী ধর্ষণের মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাইনজুড়ী রসিক পোদ্দারের বাড়ি এলাকার মনসা রঞ্জন ধরের ছেলে বাপ্পু ধর ও রঞ্জিত ধরের ছেলে পলাশ ধর অভিযোগকারীর প্রতিবেশী। অভিযুক্তের স্বামী কক্সবাজারে চাকরি করার সুযোগে আসামিরা অভিযোগকারীকে প্রায় সময় শারীরিক সম্পর্ক স্থাপনের কু–প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল।
এরমধ্যে গত ৩ এপ্রিল রাত প্রায় ১১টার সময় মামলার বাদীনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ১নং ও ২নং বিবাদী অতর্কিতভাবে বাদীনিকে তার বসতঘরের পিছনে ঘিরে ধরে। এসময় বাদীনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি ভিকটিম তার স্বামীকে জানালে গত ৪ এপ্রিল ভিকটিমকে চিকিৎসার জন্য চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসা শেষে গত ৮ এপ্রিল বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং– ১, চট্টগ্রাম আদালতে ভুক্তভোগী বাদী হয়ে বাপ্পু ধর ও পলাশ ধরকে আসামি করে ধর্ষণের মামলা করেন।