চন্দনাইশে দেশীয় অস্ত্র উদ্ধার, মাটি কাটার ২ স্কেভেটর জব্দ

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ১২:৩৬ অপরাহ্ণ

চন্দনাইশে সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও নেশা জাতীয় উপকরণ উদ্ধার করেছে। একইদিন অবৈধভাবে মাটি কাটার ২টি স্কেভেটর জব্দ করা হয়। বুধবার (৯ এপ্রিল) রাতে উপজেলার চন্দনাইশ উপজেলা কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড এবং ৪১নং লট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ গোপন সূত্রে পেয়ে বুধবার রাত ১০টার দিকে চন্দনাইশ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেক আসমার জয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে স্কেভেটরের ড্রাইভার পালিয়ে যায়।

পরবর্তীতে ২টি স্কেভেটর ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় দা, নেশা জাতীয় দ্রব্যের উপকরণ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় অ্যাডমিট কার্ড না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধকিশোরগঞ্জে শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারেনি ১০ শিক্ষার্থী