চন্দনাইশে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চন্দনাইশে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। গত ৩০জুলাই উপজেলাস্থ ভিডিও কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিল ‘জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে’।

প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিত হয়েছেন পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় টিমের প্রধান তাসনোভা চৌধুরী। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়২ এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজীব হোসেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরশাদ উল্লাহর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি কমরুদ্দিন,ইন্স্‌ট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, ফারহানা জাহান, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়,আমিনুল ইসলাম রুবেল,কামরুল ইসলাম মোস্তফা,মোহাম্মদ জিয়াউদ্দিন, শিক্ষক ইন্দ্রজিত চক্রবর্তী, বিলাস বড়ুয়া,মোহাম্মদ ইউচুপ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাইদচকিয়ায় সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় কমিটির বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধপটিয়ার পিঙ্গলা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বাউবির ওরিয়েন্টেশন