চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ

অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

আজ বৃহস্পতিবার সকাল ৭টার সময় চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ বরগুনি ব্রীজ সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রামমুখী মার্সা পরিবহন ও কক্সবাজারমুখী রিলেক্স পরিবহনের দুটি যাত্রীবাহী মাসের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় রিলেক্স পরিবহনের চালক সামান্য আহত হলেও দুই বাসের যাত্রীরা অক্ষত থাকে।
কোন হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনার পরপর দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বধির উন্নয়ন সংঘের কম্বল পেল ৫০ বাক ও শ্রবণ প্রতিবন্ধী