চন্দনাইশের কেশুয়া রাস্তারমাথা এলাকায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। টাকার লেনদেন সম্পর্কিত বিষয় নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাস্তারমাথা এলাকার সাঈদা আর্কিটের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, এলাকার জামাল উদ্দিন ইউসুফের সাথে জয়নাল আবেদীনের(৪০) টাকার লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন আজ বুধবার সকালে সাঈদা অর্কিড কমিউনিটি সেন্টারের সামনে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে তা সংঘর্ষে রূপ নিলে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে সাঈদা অর্কিডের সত্ত্বাধিকারী জামাল উদ্দিন ইউসুপ (৬০), তার পুত্র মাহাবুবুল আলম মনজু (৪০), একই এলাকার শাহ আলমের পুত্র মো. রাকিব উদ্দিন (২০), মো. হেলালের পুত্র মো. আশিক (২৪), বদিউল আলমের পুত্র মো. আলমগীর (৩৫), সুচিয়া এলাকার মো. ইসহাকের পুত্র মো. ইলিয়াছ (২৪), হাশিমপুর ভান্ডারীপাড়ার নুর আহমদের পুত্র ইকবাল হোসেনের(১৯) নাম পাওয়া গেছে।
খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে আহতদের উদ্ধার করে চন্দনাইশ ও আনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে রাকিবকে চন্দনাইশ হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে মো. রাকিব বাদী হয়ে চন্দনাইশ থানায় ১টি অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
তবে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার মোবাইল ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।